
নাইজেরিয়ার একটি স্কুলে হামলা চালিয়ে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। দেশটিতে অপহরণসহ নানা অপরাধের লাগাম টানতে কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে কোনোভাবেই থামছেনা জঙ্গীগোষ্ঠীগুলোর তৎপরতা।