
বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল দিয়ে আলি দাইকে ছাপিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা। এবারের বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে ৩টিতে জয় পেয়েছে পর্তুগাল।