কানাডা
কানাডার সামরিক বাহিনীতে যৌন হয়রানীর ঘটনা সামলাতে ব্যার্থতার অভিযোগ করেছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে

কানাডার সামরিক বাহিনীতে যৌন হয়রানীর ঘটনা সামলাতে ব্যার্থতার অভিযোগ এনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তুলোধুনো করেছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে। নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে অংশ নিয়ে এসব মন্তব্য করেন নেতারা। এতে আরও অংশ নেন এনডিপি নেতা জাগমিত সিং এবং ব্লক কুইবেকইস নেতা ইয়োভেস ফ্রান্সিওস।