কানাডা
কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে যা বলেছেন

কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে বলেছেন, অ্যাসাল্ট রাইফেলের ওপর লিবারেল সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না। যদিও তার দলের অনেকেই ওই নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে। গেল বছরের মে মাসে প্রায় ১৫শ ধরণের সামরিক অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করে ট্রুডো সরকার।