
আফগানিস্তানের নতুন সরকারে নারীদের অংশগ্রহনের দাবীতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে বিভিন্ন নারী সংগঠন। তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর পশ্চিমা দেশগুলো যেভাবে দ্রুত আফগানিস্তান ত্যাগ করেছে, তারও সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে দেশটির নারী রাজনীতিবিদদের অনেকে ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এছাড়া নারী ক্রীড়াবিদ, অভিনয় শিল্পী, অধিকারকর্মীদের অনেকেই আত্মগোপনে আছেন।