কানাডা
নির্বাচনের দৌড়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছাকাছি এরিন ও’টুলে এবং জাগমিত সিং

নির্বাচনের দৌড়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্ডোর কাছাকাছি এসে পড়েছেন দুই প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে এবং এনডিপি নেতা জাগমিত সিং। জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে জানানো হয়, ও’টুলে এবং জাগমিত সিং ২৯ শতাংশ জনপ্রিয়তা অর্জন করেছেন যেখানে ট্রুডোর জনপ্রিয়তা ৩৯ শতাংশ থেকে ৩৪ শতাংশে এসে দাড়িয়েছে।