কানাডা
”ধনীদের ওপর এক শতাংশ কর বৃদ্ধি করলে ন্যাশনাল ডেন্টাল কেয়ার কর্মসূচীতে আরও অর্থ বরাদ্দ সম্ভব”- জাগমিন সিং

এনডিপি নেতা জাগমিন সিং বলেছেন, ধনীদের ওপর এক শতাংশ কর বৃদ্ধি করলে ন্যাশনাল ডেন্টাল কেয়ার কর্মসূচীতে আরও অর্থ বরাদ্দ সম্ভব। নির্বাচনকে সামনে রেখে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সিং। এদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনগনকে ভ্যাকসিন নিতে যথাযথভাবে অনুপ্রাণিত করেননি প্রধানমন্ত্রী।