
অবশেষে অজেয় পানশির উপত্যকার নিয়ন্ত্রণও নিলো তালেবান।সংবাদ সম্মেলনে পানশির বিজয়ের ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আক্রমণের মুখে বিদেশে আশ্রয় নিয়েছেন প্রতিরোধ বাহিনীর প্রধান আমরুল্লাহ সালেহ। নিহত হয়েছেন, পানশিরের নেতা আহমেদ মাসুদের মুখপাত্র ও কয়েকজন আত্মীয়। এদিকে, পানশির জয়ের পরই নতুন সরকারের রূপরেখা দিয়েছে তালেবান।