
ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় সামরিক পরিকল্পনা গতি পেয়েছে। এজন্য ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড মোকাবিলায় তারা যৌথভাবে কাজ করতে প্রস্তুত।