
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, জলবায়ু পরির্বতন মোকাবেলায় গেল ৬ বছরে অনেক কাজ করেছে লিবারেল সরকার। নিউ ডোমেক্রেটস এবং গ্রিন পার্টির করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রুডো। এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে এবং এনডিপি নেতা জাগমিত সিং।