বিশ্ব
ইসরায়েলের কারাগার থেকে পলাতক ছয় ফিলিস্তিনির চারজনকে আবারও আটক করা হয়েছে

ইসরায়েলের কারাগার থেকে পলাতক ছয় ফিলিস্তিনির চারজনকে আবারও আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগে রাতের বেলা ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পালান ওই ছয় বন্দী। এই জেল পালানোর ঘটনাকে ‘নায়কোচিত’ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের বিভিন্ন বিদ্রোহী দল।