কানাডা
আবারও চাইল্ড কেয়ারের আওতায় অভিভাবকদের করের অর্থ ফেরত দেয়ার বিষয়ে জোর দিলেন বিরোধী নেতা এরিন ও’টুলে

আবারও চাইল্ড কেয়ারের আওতায় অভিভাবকদের করের অর্থ ফেরত দেয়ার বিষয়ে জোর দিলেন বিরোধী নেতা এরিন ও’টুলে। তিনি বলেন, নিম্ন ও মধ্য আয়ের অভিভাবকরা যেন করের অর্থ ফেরত পায় সেই বিষয়ে সচেষ্ট তার দল। সন্তান পালনের জন্য অভিভাবকদের বছরে ৬ হাজার ডলার পর্যন্ত করের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দেন ও’টুলে।