কানাডা
আলোচিত ট্রান্স মাউন্টেন পাইপলাইন আরও ৩০ থেকে ৪০ বছর কার্যকর রাখার ঘোষণা দিয়েছে লিবারেল সরকার

আলোচিত ট্রান্স মাউন্টেন পাইপলাইন আরও ৩০ থেকে ৪০ বছর কার্যকর রাখার ঘোষণা দিয়েছে লিবারেল সরকার। পরিবেশ বিষয়ক মন্ত্রী জোনাথন উইলিকিনসন জানান, জ্বালানী সরবরাহকারী এই পাইপলাইনের ব্যবহার কমে আসবে। এমনকি এর মাধ্যমে আসা জ্বালানীর চাহিদাও কমছে দিনকে দিন। তা স্বত্ত্বেও এটি বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের।