কানাডা
প্রখ্যাত অভিনেতা ও স্যাটারডে নাইট লাইভখ্যাত তারকা নর্ম ম্যাকডোনাল্ড মারা গেছেন

প্রখ্যাত অভিনেতা ও স্যাটারডে নাইট লাইভখ্যাত তারকা নর্ম ম্যাকডোনাল্ড মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিতসকরা জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর।স্ট্যান্ডআপ কমেডি দিয়ে ক্যারিয়ার শুরু করা ম্যাকডোনাল্ড পরিণত হন কানাডার সবচেয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে। শতাধিক চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে অংশ নেন তিনি।