অন্যান্য
বাজারে এলো বহুল প্রতিক্ষিত আইফোন থার্টিন

বাজারে এলো বহুল প্রতিক্ষিত আইফোন থার্টিন। নতুন মডেলে দুটি ডিজাইন লাইন আপ রয়েছে। একটি আইফোন থার্টিন প্রো অপরটি থার্টিন প্রো ম্যাক্স। এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে। স্টোরেজ থাকছে ১২৮ জিবি। ডিসপ্লে রাখা হয়েছে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৭ ইঞ্চির।