
বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে এভারটন। দ্বিতীয়ার্ধে প্রথম লিড নেয় বার্নলি। ৫৩ মিনিটে বেন মিরের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৬০ মিনিটে মিকেল কিন সমতায় ফেরায় এভারটনকে। ৬৫ মিনিটে লিড নেয় স্বাগতিক এভারটন। এক মিনিট পর ইংলিশ উইঙ্গার ডেইমারাই গ্রে গোল করলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।