কানাডা
কানাডায় ভোট সোমবার

কানাডায় সোমবার ভোট। শেষ মুহুর্তে মন্ট্রিয়ালে ব্যস্ত সময় পার করছেন লিবারেল নেতা জাস্টিন ট্রুডো, দুই আটলান্টিক প্রদেশে আছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে এবং অন্টারিওতে এনডিপি নেতা জাগমিত সিং। ভোটারদের কাছে টানতে আকর্ষনীয় প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে লক্ষ্য করে বক্তব্য দিয়ে চলেছেন প্রার্থীরা।