কানাডা
ভোটদানের আগমূহুর্তে এসেও অন্তত ৬৯ শতাংশ কানাডীয় মনে করেন করোনাকালে ভোট আয়োজন ভূল সিদ্ধান্ত

ভোটদানের আগমূহুর্তে এসেও অন্তত ৬৯ শতাংশ কানাডীয় মনে করেন করোনাকালে ভোট আয়োজন ভূল সিদ্ধান্ত। ইপসোস পরিচালিত জরিপে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, অনেকেই নির্বাচনে ভোট দেবেন কি না তা নিশ্চিত নয়। তবে অন্য একটি জরিপে দেখা যায় ৬২ শতাংশ নাগরিক ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।