কানাডা
কুইবেক সরকার বলছে, অ্যালবার্টার অতিরিক্ত রোগীকে কুইবেকের আইসিইউগুলোতে রাখার মত পর্যাপ্ত যায়গা নেই

কুইবেক সরকার বলছে, অ্যালবার্টার অতিরিক্ত রোগীকে কুইবেকের আইসিইউগুলোতে রাখার মত পর্যাপ্ত যায়গা নেই। এছাড়া কুইবেকেই সীমিত স্বাস্থ্যসেবা বলে মন্তব্য করেছেন প্রদেশটির প্রিমিয়ার ফ্রান্সিওস লিগাল্ট এর মুখপাত্র। সম্প্রতি অ্যালবার্টার করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রদেশটির সরকার।