কানাডা
যৌন হয়রানির অভিযোগ সামনে আসায় প্রার্থীতা স্থগিত করা হয়েছে লিবারেল নেতা কেভিন ভোঅং এর

যৌন হয়রানির অভিযোগ সামনে আসায় প্রার্থীতা স্থগিত করা হয়েছে লিবারেল নেতা কেভিন ভোঅং এর। গ্লোবাল নিউজ জানায়, ২০১৯ সালে যৌন হয়রানির অভিযোগ ওঠায় চার্জ গঠন করা হয় কেভিন এর বিরুদ্ধে। নির্বাচনের আগে বিষয়টি সামনে আসায় বিব্রত উদারপন্থী দলটি। তারই প্রেক্ষিতে তার প্রচারণা বন্ধ এবং প্রার্থীতা স্থগিম করা হলো।