কানাডা
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভূল সিদ্ধান্তের ফল ভোগ করছে অ্যালবার্টা এবং সাস্কেচুয়ানের মানুষ

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভূল সিদ্ধান্তের ফল ভোগ করছে অ্যালবার্টা এবং সাস্কেচুয়ানের মানুষ। সম্প্রতিকালে ওই দুই প্রদেশে ব্যাপকভাবে বেড়েছে করোনার সংক্রমণ। হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। এদিকে কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে নির্বাচিত হলে কানাডা পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন ট্রুডো।