কানাডা
কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে তার নির্বাচন পরবর্তি বক্তব্যে বলেছেন, কানাডীয়ানদের আস্থা অর্জনের জন্য এখনও অনেক কাজ বাকি আছে

কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে তার নির্বাচন পরবর্তি বক্তব্যে বলেছেন, কানাডীয়ানদের আস্থা অর্জনের জন্য এখনও অনেক কাজ বাকি আছে। পরাজয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও’টুলে। এদিকে এনডিপি নেতা জাগমিত সিং তার নির্বাচন পরবর্তি বক্তব্যে নতুন সরকারে অংশ নেয়ার ব্যপারে কিছু স্পষ্ট করেননি।