কানাডা
স্কারবোরগ সাউথওয়েস্টে জননিরাপত্ত্বা মন্ত্রী বিল ব্লেয়ারের বিপক্ষে বিপুল ভোটে পরাজিত কনজারভেটিভ প্রার্থী

স্কারবোরগ সাউথওয়েস্টে জননিরাপত্ত্বা মন্ত্রী বিল ব্লেয়ারের বিপক্ষে বিপুল ভোটে পরাজিত কনজারভেটিভ প্রার্থী মহসিন ভূইয়া। প্রায় ৬০ শতাংশ ভোট দখল করেছেন ব্লেয়ার যেখানে ভূইয়া পেয়েছেন ২০ শতাংশেরও কম ভোট। বিল ব্লেয়ারের এমন ভূমিধস বিজয়ে নন্দন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।