
আফ্রিকার সুদানে অভ্যুত্থানচেষ্টা হয়েছে। তবে তা ব্যর্থ করে দিয়েছে দেশটির সরকার। যদিও কে বা কারা এই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত ছিল, সে সম্পর্কে সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে কিছু জানায়নি। সরকারের এক মুখপাত্র জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।