
ঘরের মাঠ গ্রানাডার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা। টেনেটুনে এক একমাত্র গোলটি শেষ বাঁশির আগমুহূর্তে পেয়ে সম্মান বাচায় বার্সা। এরপর বর্তমানের বার্সেলোনা আট বছর আগের সেই বার্সেলোনা নয় তা স্বীকার করেন দলটির কোচ। বলেন, ‘গ্রানাডার সাথে ড্র করে কেউ খুশি হতে পারে না।