
কুইবেকের হাসপাতাল এবং স্কুলের সামনে ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভ নিষিদ্ধ করতে একটি বিল আনতে চলেছে প্রাদেশিক সরকার। এতথ্য নিশ্চিত করেছেন প্রদেশটির প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগাল্ট। তার সাথে ইতিমধ্যে একমত পোষন করেছে প্রদেশটির প্রধান ৩টি রাজনৈতিক দল। তাদের অভিযোগ, শিশুদেরকেও ভ্যাকসিন না নেয়ার জন্য উৎসাহিত করছে বিক্ষোভকারীরা।