
লিগ ওয়ানে নিজেদের সপ্তম ম্যাচে মেসিকে ছাড়াই মাছে নামছে পিএসজি। ফরাসি জায়ান্টদের প্রতিপক্ষ মেৎজ। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে মেসি না থাকলেও স্কোয়াডে রয়েছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা। চলতি আসরে লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি।