
হাসপাতাল, স্কুল এবং ডে কেয়ার কেন্দ্রের আশেপাশে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করতে বিল উত্থাপন করেছে কুইবেক সরকার। বিলটি পাস হলে আইন অমান্যকারীর ১২ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানিয়েছে প্রদেশটির প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগাল্ট। অবশ্য আইনটি পাসের জন্য আইনসভার সদস্যদের সর্বসম্মত সম্মতির প্রয়োজন হবে।