ভারত
রাফালের পর এবার এয়ারবাসের সঙ্গে চুক্তি ভারতের

ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের থেকে ৫৬টি মাঝারি মাপের সি-২৯৫ পরিবহন বিমান কেনার চুক্তি করেছে ভারত। এতে ব্যয় হবে ২২ হাজার কোটি ভারতীয় রুপি। প্রতিটি সি-২৯৫ বিমানে ১০ টন মালামাল বহন করা যাবে। ভারতের বিমানবাহিনীর পরিবহনের কাজে ৬১ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে অ্যাভরো-৭৪৮ বিমান।