
লা লিগায় আবারো হতাশ করেছে বার্সেলোনা। এবার কাদিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। রোনাল্ড কুমানের দলের জন্য যা কোনোভাবেই স্বস্তির নয়। এবারের লিগে পাঁচ ম্যাচে তিনটিতে পয়েন্ট হারাল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ দিনে তিন ম্যাচ জয়শূন্য বুসকেতস-পিকেরা।