
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছে। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।