কানাডা
কানাডার প্রথম ন্যাশনাল ডে ফর ট্রুথ এন্ড রিকনসিলেশন পালন করা হচ্ছে বৃহস্পতিবার

কানাডার প্রথম ন্যাশনাল ডে ফর ট্রুথ এন্ড রিকনসিলেশন পালন করা হচ্ছে বৃহস্পতিবার। আবাসিক স্কুলে নিহত আদিবাসী শিশুদের স্মরণে দিনটি পালন করছে কানাডীয়রা। এ উপলক্ষে পোষ্ট অফিস, ব্যাংকসহ বন্ধ থাকবে প্রায় সব সরকারি প্রতিষ্ঠান। এদিকে বিভিন্ন আয়োজনে দিনটে পালন করবে আদিবাসী সংগঠনগুলো।