
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে পিএসজি। চোট কাটিয়ে ফিরেই গোলের দেখা পেয়েছে ছয়বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। যদিও ম্যাচে বল দখলের লড়াইয়ে সিটিই ছিল এগিয়ে। ম্যাচে ১৮টি শট নিয়েছেন সিটির ফুটবলাররা। অপর দিকে পিএসজি শট নিতে পেরেছে ছয়টি।