কানাডা
টরেন্টো সিটি কাউন্সিলের আসন সংখ্যা কমানোর রায় বহাল রেখেছে কানাডার শীর্ষ আদালত

টরেন্টো সিটি কাউন্সিলের আসন সংখ্যা কমানোর রায় বহাল রেখেছে কানাডার শীর্ষ আদালত। বিচারকরা জানান, আসন সংখ্যা কমানোতে জনগনের মত প্রকাশের স্বাধীনতায় প্রভাব পড়বে না। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের যুক্তি, আসন সংখ্যা কমানোয় অন্তত ২৫ মিলিয়ন ডলার ব্যয় কমবে।