
ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশটির তাইগ্রে অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইথিওপিয়ার এমন সিদ্ধান্তে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।