ভারত
প্রথম ভারতীয় নারী হিসেবে অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি শৃঙ্গ জয়

প্রথম ভারতীয় নারী হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়াই আট হাজার মিটারের বেশি উচ্চতার নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছেন পশ্চিমবঙ্গের পিয়ালি বসাক। এর আগে ২০১৮ সালে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন তিনি। সপ্তম শ্রেণিতে পড়ার সময় রক ক্লাইম্বিং শুরু করেন পিয়ালি বসাক।