কানাডা
কানাডায় করোনাকালে শিশু জন্মহার গেল ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে পৌছেছে

কানাডায় করোনাকালে শিশু জন্মহার গেল ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে পৌছেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্ট্যাটিসটিক্স কানাডা। এতে বলা হয়, গেল বছর প্রায় সাড়ে তিন লাখ শিশুর জন্ম হয়েছে যা ২০০৬ সালের পর সবচেয়ে কম। তবে কম জন্মহারের জন্য কেবল করোনাকেই দায়ী করছেন না বিশেষজ্ঞরা।