
কানাডায় করোনার সংক্রমণ রোধে ভ্যাকসিন পাসপোর্টের ওপর ভরসা ৭৮ শতাংশ মানুষের। তবে অন্তত ১৩ শতাংশ কানাডীয় নাগরিক ভ্যাকসিন পাসপোর্টের তীব্র বিরোধীতা করেন। এসব তথ্য ওঠে এসেছে জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে। অন্য এক জরিপে দেখা যায়, ৭৪ শতাংশ নাগরিক করোনার বিধিনিষেধ এখনই শিথিল করার বিপক্ষে।