
সাস্কেচুয়ানে করোনার দাপট থামছেই না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন প্রদেশটির শীর্ষ চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুসান শ্য। ইতিমধ্যে সাস্কেচুয়ানের আইসিইউ কেন্দ্রগুলোতে রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন ডাক্তার সুসান শ্য।