বিনোদন
শুভ মহালয়া আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ। এ উপলক্ষে নন্দন টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান- বরাভয়া মহামায়া। নন্দন টিভি স্টুডিও থেকে সম্প্রচার করা হবে আজ ভোর ৫টা, সন্ধ্যা ৭টা ও রাত ১১টায় এবং আগামীকাল ভোর ৫টায়। অনুষ্ঠানটি নির্দেশনায় নীল উৎপল ও পরিবেশনায় সুরধ্বনি টরেন্টা।