কানাডা
আবারও নিয়ন্ত্রণের বাইরে হাডসন বে’র দাবানল পরিস্থিতি

আবারও নিয়ন্ত্রণের বাইরে হাডসন বে’র দাবানল পরিস্থিতি। আগুনের বিস্তার বাড়ায় সাস্কাচুয়ানের দুটি এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৬ শতাধিক বাসিন্দাদের। সতর্কতা জারি করা হয়েছে রেড আর্থ ক্রি ন্যাশন এবং সোহাল লেক ক্রি ন্যাশন এলাকায়। হাডসন বে এলাকার ৮টি অংশে জ্বলছে দাবানল।