অন্যান্য
২০২১ সালে পদার্থ বিজ্ঞানে নোবেলে পেয়েছেন যৌথভাবে শুকুরে মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান এবং জর্জিও প্যারিসি

২০২১ সালে পদার্থ বিজ্ঞানে নোবেলে পেয়েছেন যৌথভাবে শুকুরে মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান এবং জর্জিও প্যারিসি। জলবায়ুর পদার্থগত কাঠামো এবং এর সাথে বৈশ্বিক উষ্ণতার সংশ্লিষ্ঠতা বিষয়ক গবেষণার জন্য শুকুরে মানাবে এবং ক্লাউস হ্যাসেলম্যান পুরস্কৃত হন। অন্যদিকে আণবিক পর্যায় থেকে আবর্তনশীল পর্যায়ে পদার্থগত পরিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পান জর্জিও প্যারিসি।