
আফগানিস্তানের হাজারা গোষ্ঠীর কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে তালেবান। এদের মধ্যে ১১জন বিগত সরকারের কর্মী ছিলেন।মধ্যাঞ্চলীয় দায়কুন্দি প্রদেশে হয় এ ঘটনা।নদীর তীরে নিয়ে হত্যা করা হয় ৯ জনকে। পালানোর সময় ক্রসফায়ারে মৃত্যু হয় এক কিশোরী ও এক তরুনের। নিহত অপর দু’জন বেসামরিক নাগরিক ছিলেন।