কানাডা
অন্টারিওতে চলতি অর্থ বছরের মধ্যেই আরও চার হাজারের বেশি লং-টার্ম কেয়ার কর্মী নিয়োগ করতে ২৭০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে

অন্টারিওতে চলতি অর্থ বছরের মধ্যেই আরও চার হাজারের বেশি লং-টার্ম কেয়ার কর্মী নিয়োগ করতে ২৭০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এক ঘোষনায় এতথ্য নিশ্চিত করেছেন প্রদেশটির লং-টার্ম কেয়ার মন্ত্রী রড ফিলিপস। এতে করোনাকালে থমকে যাওয়া সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।