অস্ট্রেলিয়াআফ্রিকাইউরোপএশিয়াদক্ষিণ এশিয়াবিশ্ব
ন্যায্য করহারের আওতায় আনতে ঐতিহাসিক চুক্তিতে ১৩৬ দেশ

বহুজাতিক কোম্পানিগুলোকে ন্যায্য করহারের আওতায় আনতে ঐতিহাসিক এক চুক্তিতে পৌঁছেছে বিশ্বের অধিকাংশ দেশ। এ চুক্তির মধ্য দিয়ে ১৩৬টি দেশ কোম্পানিগুলোর কাছ থেকে অন্তত ১৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করবে। এর ফলে `গুগল, অ্যাপল ও অ্যামাজনের মত বৃহৎ কোম্পানিগুলোর কর ফাঁকি দেয়ার সুযোগ থাকবে না।