
দুর্নীতি, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ইরাকে সাধারণ নির্বাচন চলছে। এবারের ভোটকে দেশটির গণতান্ত্রিক পদ্ধতির পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। দেশটির অনেক নাগরিক বলছেন, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রর হাত ধরে আসা গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তারা।