
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে তৃতীয় হয়েছে ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলা বারেল্লা ইতালিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি। তবে শেষ দিকে একটি গোল শোধ করেন চার্লস ডে কেটেলায়েরে। মিলানের সান সিরোয় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স।