
নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। আট ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট।