কানাডা
কানাডার সামরিক বাহিনীর পরবর্তী কমান্ডার লে. জেনারেল ট্রেভর ক্যাডিউ’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ

কানাডার সামরিক বাহিনীর পরবর্তী কমান্ডার লে. জেনারেল ট্রেভর ক্যাডিউ’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে যৌন হয়রানি চালালোর একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে সে বিষয় জানতে এ তদন্ত করা হচ্ছে। যদি যৌন হয়রানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন লে. জেনারেল ট্রেভর ক্যাডিউ।