কানাডা
নুনাভেটের ইকালুইট শহরের পানি সরবরাহ লাইনে গ্যাসোলিনের অস্তিত্ব পাওয়া গেছে

নুনাভেটের ইকালুইট শহরের পানি সরবরাহ লাইনে গ্যাসোলিনের অস্তিত্ব পাওয়া গেছে। এ ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে পুরো শহরে। সরবরাহের পানি খাওয়া, রান্না কিংবা অন্যকোনো গৃহস্থালি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এমনকি শিশুদের এই পানি দিয়ে গোসল করানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।